লক ডাউন উপেক্ষা করে কারখানায় কাজ চালাচ্ছে ৭৫০ শ্রমিক
সুমন করাতি(হুগলি):লক ডাউন উপেক্ষা করে কারখানায় কাজ চালাচ্ছে ৭৫০ শ্রমিক।করোনা ভাইরাস থাবা বসিয়েছে গোটা বিশ্বে।আতঙ্কিত সমস্ত মানুষ।করোনা মোকাবিলায় ঘোষণা করা হয়েছে লক ডাউন।এই পরিস্থিতিতে খোলা রয়েছে রিষড়ার একটি কাঁচের বোতল তৈরির কারখানা।জীবনের ঝুঁকি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে প্রায় ৭৫০ জন শ্রমিক।বুধবার কাজে যোগ দিতে দেখা গেল শ্রমিকদের।লক ডাউনের সময় যেখানে ৭ জনের বেশি মানুষকে একসাথে থাকতে বারণ করা হয়েছে।সেখানে এই কারখানায় কাজ চালিয়ে যাচ্ছে একসাথে ৭৫০ শ্রমিক।অনেকে বাইরে থেকে এসেও কাজ করছে বলে অভিযোগ।এই ঘটনা দেখে আতঙ্কিত রিষড়ার মানুষ।