শহর কলকাতা রয়েছে পৃথিবীর সব থেকে দূষিত শহরের তালিকায়! প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এক রিপোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দূষণ ক্রমশ হু হু করে বেড়েই চলেছে সমগ্র বিশ্ব জুড়ে, আর তার আন্দাজ বিশ্ববাসী পাচ্ছিল বহুদিন আগে থেকেই । মূলত বিশ্ব উষ্ণায়ন যার চরমতম ফল। একদিকে যখন বরফ গলছে, তখন আরেক দিকে লোকালয়ে দাবানল প্রবেশ করছে বনাঞ্চল থেকে । দিনের পর দিন পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। চলতি বছরে বৃষ্টির অভাবে ব্যাপক খরা দেখা দিয়েছে ভারতের বহু রাজ্যেই । আবার কোন কোন রাজ্যে নদী বিপদসীমার উপর দিয়ে বয়ে চলেছে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ।এরমধ্যে এবার সামনে এলো এক চাঞ্চল্যকর রিপোর্ট। এই সমীক্ষা অনুযায়ী, দিল্লি এবং কলকাতা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের প্রথম দশে রয়েছে পিএম ২.৫ এক্সপোজারের পরিপ্রেক্ষিতে ।

সারা বিশ্বে বিভিন্ন শহরের বায়ু দূষণ ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ করা হয়েছে হেলথ এফেক্ট ইন্সটিটিউটের স্টেট অফ গ্লোবাল এয়ার ইনিশিয়েটিভের প্রকাশিত একটি প্রতিবেদনে। যেখানে ১৪ তম স্থানে রয়েছে মুম্বাই শহর। ভারতের আর অন্য কোন শহর অন্তর্ভুক্ত নেই শীর্ষ ২০ শহরের মধ্যে।P.M ২.৫ সম্পর্কিত রোগে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত শহর বেজিং। আসলে খুব সহজেই ফুসফুসে প্রবেশ করতে পারে এই মাইক্রোনের ক্ষুদ্র অনুগুলির । চীনের এই শহরে গড়ে ১ লক্ষে ১২৪ জনের মৃত্যু হয়েছে। এই দিক থেকে ষষ্ঠ স্থানে রয়েছে দিল্লি, এখানে গড়ে ১ লক্ষে মৃত্যু হয়েছে ১০৬ জনের। কলকাতা রয়েছে অষ্টম স্থানে। এই শহরে গড়ে ১ লক্ষে মৃত্যু হয়েছে ৯৯ জনের। এই সমীক্ষা অনুযায়ী, চীনের পাঁচটি শহর দূষণের দিক থেকে প্রথম পাঁচে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *