অবশেষে শুভেন্দু অধিকারী ছাড়লেন বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ছাড়লেন বিজেপির জেলা গ্রুপ। আরও জানা গেছে, শুভেন্দুর পাশাপাশি জেলা সাংগঠনিক গ্রুপ থেকে লেফট হলেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, নন্দীগ্রামের বিজেপি নেতা সাহেব দাসও । তাঁরা গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন রবিবার রাতে । তবে কী কারণে এই গ্রুপ লেফট, এখনও তা জানা যায়নি।

উল্লেখ্য, রবিবারই ঘোষণা করা হয় তমলুক সাংগঠনিক জেলা বিজেপির তরফে ৪২টি মণ্ডল সভাপতির নাম । যেখানে খবর মিলেছে একাধিক পুরনো মণ্ডল সভাপতি বাদ গিয়েছেন বলেই । জানা গিয়েছে, সেখানে নাম রয়েছে জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের, বাকিদের বিশেষ করে পুরনোরা স্থান পাননি তেমন ভাবে৷ এরপরই বিশেষ তাৎপর্যপূর্ণ বলা মনে করা হচ্ছে বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা, নন্দীগ্রামের বিজেপি নেতা সাহেব দাসের গ্রুপ থেকে লেফট হওয়াটা ।যদিও এই নিয়ে কোনও প্রতিক্রিয়া না পাওয়া যায়নি শুভেন্দু অধিকারীর৷ তবে রাজনৈতিক মহলের ধারণা, তাঁরা সাংগঠনিক গ্রুপ লেফট করেছেন দলের মধ্যে গোলযোগ থাকার জন্যই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *