শীঘ্রই মেট্রো চালু হতে চলেছে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত
বেস্ট কলকাতা নিউজ : দক্ষিণ কলকাতাবাসীর জন্য বছর শেষে অপেক্ষা করছে আরও এক সুখবর। মেট্রো সূত্রে খবর, চলতি বছরের শেষেই চালু হতে পারে নিউ গড়িয়া থেকে রুবি মোড় পর্যন্ত মেট্রো।এই পরিষেবা একদিকে শুরু হলে যেমন গতি বাড়বে শহরের অন্যদিকে, ট্রাফিকের চাপও সমানুপাতিক হারে বাড়বে বলে আশঙ্কা। ট্রাফিকে চাপ কীভাবে সামাল দেওয়া হবে সেই নিয়ে ক্লু-লেস কলকাতা ট্রাফিক পুলিশ।
নিউ গড়িয়া থেকে রুবি অবধি মেট্রো চালু হলে স্বাভাবিক ভাবেই চাপ বাড়বে ইএম বাইপাসে। বাস, গাড়ি ও সাধারণ গণপরিবহণে আসা যাত্রীদের সঙ্গে সঙ্গে মেট্রোয় করে রুবি মোড়ে এসে নাম যাত্রীদের ভিড়ে এই রাস্তায় বাড়বে চাপ।
একইসঙ্গে সেই মেট্রো যাত্রীদের গন্তব্য বা রুট অনুযায়ী বাড়বে যানবাহনের চাপও। এর ফলে রুবির কাছে বাইপাসে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা। জানা যাচ্ছে, কীভাবে এই বাড়তি ট্রাফিকের চাপ সামলানো হবে এই নিয়ে এখনও কোনও পরিকল্পনা নেই কলকাতা পুলিশের। ফলে মেট্রো চালু হলেই শহরবাসী আচমকা যানজটের ব্যাপক সমস্যায় পড়বেন বলে আশঙ্কা।