৪৫.০৮ শতাংশ কমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ এর পরিমান

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনে লড়াই করছেন নন্দীগ্রাম কেন্দ্র থেকে ।তৃণমূল সুপ্রিমো মনোনয়নপত্র পেশ করেছেন ইতিমধ্যেই । নিয়ম মতো তাঁর স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণও নির্বাচন কমিশনকে তিনি জানিয়েছেন। সেই তথ্য সামনে আসতেই দেখা গেল সম্পত্তির পরিমাণ ৪৫ শতাংশেরও বেশি কমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি তাঁর যে সম্পত্তির পরিমাণ নির্বাচনী হলফনামায় পেশ করেছেন, তাতে দেখা যাচ্ছে তাঁর সম্পত্তির পরিমাণ টাকার অঙ্কে ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে হলফনামা পেশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে ৩০.৭৫ লক্ষ টাকা ছিল তাঁর সম্পত্তির পরিমাণ। আর ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র পেশের সময় জমা দেওয়া হলফনামায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, তাঁর সম্পত্তির পরিমাণ টাকার অঙ্কে ১৬ লক্ষ ৭২ হাজার ৩৫২ টাকা ৭১ পয়সা। অর্থাৎ সম্পত্তির পরিমাণ ৪৫.০৮ শতাংশ হারে কমেছে তৃণমূল সুপ্রিমোর।সম্পত্তির পরিমান কমেছে দলনেত্রীর পাশাপাশি তাঁরই দলের আরও দুই নেতা নেত্রীর। যথাক্রমে ৩৭.৫৩ শতাংশ ও ৩৬.১৮ শতাংশ হারে কমেছে তৃণমূলের মমতা ভুঁইয়া ও সুকুমার দে’র সম্পত্তির পরিমাণও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *