সরকারি হাসপাতাল পরীক্ষা-নিরীক্ষা করাবে বেসরকারি ল্যাবরেটরি থেকে , এমনি এক গাইডলাইন দিল রাজ্য স্বাস্থ্য দপ্তর
বেস্ট কলকাতা নিউজ : রাজ্যের কোনও সরকারি হাসপাতালের ল্যাবরেটরিতে কোনও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা না থাকলে, কাছের কোনও সরকারি হাসপাতাল থেকে তা করতে হবে। তবে, সেখানেও যদি ওই ব্যবস্থা না থাকে, তা হলে ওই পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করতে হবে বেসরকারি কোনো ল্যাবরেটরি থেকে। এই একই ব্যবস্থা করতে হবে এমনকি মেডিকেল কলেজ স্তর থেকে শুরু করে প্রাইমারি লেভেলের প্রতিটি হাসপাতালের ক্ষেত্রেই। এক নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর এমনই গাইডলাইন দিল রাজ্যের প্রতিটি হাসপাতালের ল্যাবরেটরিতে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে।
রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালের ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য দপ্তরের এই ধরনের গাইডলাইনের ব্যাপারে সরকারি চিকিৎসকদের একটি সংগঠন, সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, “এর ফলে বেসরকারিকরণের রাস্তা আরও উন্মুক্ত করে দেওয়া হল সরকারি চিকিৎসা পরিষেবা ক্ষেত্রে।” তিনি আরও বলেন, “সরকারি হাসপাতালেই যদি সব পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হয়, তা হলে অর্থ খরচ কম হবে সরকারেরই। অন্যদিকে, এর ফলে কর্মসংস্থানও হবে বেশ কিছু মানুষের।”