কলকাতা বিমানবন্দরে বিশেষ যন্ত্র বসানো হলো যাত্রীদের মালপত্র জীবাণুমুক্ত করতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার কলকাতা বিমানবন্দরে যাত্রীদের মালপত্র জীবাণুমুক্ত করা শুরু হচ্ছে বিশেষ এক যন্ত্রের মাধ্যমে। এই যন্ত্র বসেছে ডোমেস্টিক অ্যারাইভালে ২ নম্বর ব্যাগেজ বেল্টে। এখন হাতেই মালপত্র জীবাণুমুক্ত করা হচ্ছে ডিপারচার গেটে। চলতি মাসে একটি ডিপার্চার গেটেও এই যন্ত্র বসানো হবে বলেই কলকাতা বিমানবন্দরের কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য এও জানিয়েছেন, অনেক সময় লাগছিল যাত্রীদের মালপত্র হাতে করে জীবাণুমুক্ত করতে। এবার যাত্রীরা যন্ত্রের কনভেয়ার বেল্টে তুলে দেবেন তাঁদের মালপত্র। সেগুলি জীবাণুমুক্ত হয়ে বেরিয়ে আসবে স্বয়ংক্রিয় ভাবেই। পরীক্ষামূলক ভাবে এই যন্ত্র বসানো হল আপাতত একটি গেটেই। এই পদ্ধতি সফল হলে বসানো হবে এমনকি আরও চারটি গেটেও।বিমানবন্দর সূত্রের খবর, সাত লক্ষ টাকা এই যন্ত্রের দাম।

প্রসঙ্গত, আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। বাড়ছে যাত্রী সংখ্যাও। ঠিক এই সময়েই থেকে যাচ্ছে কোভিড-এর সংক্রমণ বৃদ্ধির আশঙ্কাও। তার থেকে রক্ষা পেতেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ নানান সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *