সিবিআই ডেকে পাঠাল এসএসসি মামলাকারী ববিতা সরকারকে
বেস্ট কলকাতা নিউজ : সিবিআই নোটিস দিয়ে ডেকে পাঠাল এসএসসি মামলাকারী ববিতা সরকারকে । সিবিআই দফতরে হাজিরা হতে বলা হয়েছে তাঁর কাছে যে তথ্য প্রমাণ রয়েছে তা সব নিয়ে ।প্রসঙ্গত, পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারী উপর সিবিআই তদন্তের নির্দেশ হয়েছিল এই ববিতা সরকারের মামলার প্রেক্ষিতে।ববিতা সরকার মামলা করেছিল এসএলএসটি নিয়োগে অস্বচ্ছতা রয়েছে দাবি করে। সেই মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। তদন্তে নেমে সিবিআই জিজ্ঞাসাবাদ করে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। এমনকী কলকাতা হাইকোর্ট পরেশের মেয়ে অঙ্কিতাকেও স্কুল শিক্ষাকার চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয়। একই সঙ্গে আদালত ৪১ মাসের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছে ।
ববিতা সরকার বিচার পান হাইকোর্টে এসএসসি দুর্নীতি মামালায় । রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা জিতে জানালেন মামলাকারী ববিতা সরকার। সাংবাদিকদের মুখোমুখী হয়ে মামলাকারী জানান, সব সময় লড়েছি সত্যের জন্য । প্রভাবশালী বলে পিছিয়ে আসিনি। আজকের এই জয়ে খুব খুশি। আমার পরিবার খুশি। এখনও খুশি ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীরাও।