সোনাপাচারের চেষ্টা সাইকেলের হ্যান্ডেলে লুকিয়ে , ১ জন গ্রেফতার হল মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার বর্ডার সিকিউরিটি ফোর্স সম্পূর্ণ ব্যর্থ করল সাইকেলের হ্যান্ডেলে করে সোনা পাচারের চেষ্টা । এদিকে বিএসএফ এক যুবককে গ্রেফতারও করেছে সোনা উদ্ধারের পাশাপাশি পাচারের অভিযোগে। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে ধৃত যুবককে । তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গোটা ঘটনার বিষয়ে জানার চেষ্টা করে । রবিবার এই ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে মুর্শিদাবাদের জলঙ্গীর ফরজিপাড়া এক নম্বর বিওপি পয়েন্টে।

জানা গেছে আটক হওয়া যুবকের নাম মেহেবুব হোসেন (২০)। তিনি জলঙ্গীর ঘোষপাড়ার মুরাদপুর গ্রামের বাসিন্দা। বিএসএফ সূত্রে আরও জানা গিয়েছে, সকাল ১০টা নাগাদ সাইকেলে চেপে নিজের জমিতে চাষ করার উদ্দেশ্যে এ দিন রওনা দেন ওই যুবক। কিন্তু জমিতে না গিয়ে ওই যুবক বাংলাদেশের পাচারকারীর কাছ থেকে সোনা নিয়ে সাইকেলের হ্যান্ডেলের ভিতরে করে আনছিল।এদিকে বিএসএফ সূত্রের খবর পয়েন্ট আসার পরে চেকিং করতে গিয়ে সেই হ্যান্ডেলের ভেতর থেকে কালো ব্ল্যাক টেপে জড়ানো ২৩২ গ্রাম সোনা উদ্ধার হয় বলেও। অবশেষে এই ঘটনায় ওই যুবককে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *