স্টাফ স্পেশ্যাল ট্রেনে চড়তে পারবেন শুধুমাত্র স্বাস্থ্যকর্মীরাই , এমনটাই জানাল রেল
বেস্ট কলকাতা নিউজ : রেলকর্মী ও স্বাস্থ্যকর্মী ছাড়া আর কেউ স্টাফ স্পেশ্যালে চড়তে পারবেন না, সাফ জানিয়ে দিল রেল। স্বাস্থ্যকর্মীদের কাছে উপযুক্ত পরিচয়পত্র থাকলে তবেই তাঁরা ট্রেনে চড়তে পারবেন। রেল কঠোর পদক্ষেপও গ্রহণ করছে অন্য কেউ যাতে রেল পরিষেবা ব্যবহার করতে না পারে সেজন্য।
এবিষয়ে হাওড়ার ডিআরএম সুমিত নারুলা বলেন, স্বাস্থ্যকর্মী ছাড়া আর কেউ চড়তে পারবেন না স্টাফ স্পেশাল ট্রেনে । ট্রেনগুলিতে কামরা আলাদা করে নির্ধারণ করে দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের উপর নজর রাখতে । যেখানে শুধুমাত্র চড়তে পারবেন স্বাস্থ্যকর্মীরাই। হাওড়ামুখী ট্রেনগুলির একেবারে সামনের দু’টি কামরা ব্যবহার করতে পারবেন সরকারি ও বেসরকারি স্বাস্থ্যকর্মীরা। এজন্য সঠিক পরিচয়পত্র থাকতে হবে তাঁদের কাছে। টিকিট পরীক্ষক খতিয়ে দেখবেন তাঁদের পরিচয়পত্র। দূরত্ব বিধি মেনে ট্রেন যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে রেলকর্মীরা যাতে সংক্রমিত না হন, তা সুনিশ্চিত করতেই। কারণ,অতিমাত্রায় সংক্রমণের ঘটনা ঘটছে রেলকর্মীদের মধ্যেও।