হাওড়ার বেতড়ে কংগ্রেসের বিক্ষোভ রাহুল গান্ধী ইস্যুতে, এমনকি প্রতিবাদ মোদির কুশপুতুল পুড়িয়েও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কংগ্রেসের বিক্ষোভ অব্যাহত রাহুল গান্ধী ইস্যুতে। এমনকি হাওড়ার বেতড়ে পুলিশের বাধা সত্বেও মোদির কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদে সামিল হয় হাওড়া কংগ্রেস নেতৃত্ব। মূলত গোটা দেশজুড়েই প্রবল বিক্ষোভ চলছে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে। এমনকি তার ব্যতিক্রম হলনা হাওড়া ,রবিবার সকালে দক্ষিণ হাওড়া কংগ্রেস কমিটির তরফ থেকেএক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ে বেতড় মোড়ে । এদিন কংগ্রেস কর্মীরা মূলত চরম বিক্ষোভ দেখান নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে ।

এ বিষয়ে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক শুভ্রজ্যোতি দাস বলেন, রাহুল গান্ধীর বিরুদ্ধে অন্যায়ভাবে ২ বছরের সাজা ঘোষণা করা হয়েছে এবং তাঁর সাংসদ পদ খারিজ করা হয়েছে। আমাদের এই আন্দোলন এর বিরুদ্ধেই । সব কংগ্রেস কর্মীরা এই প্রতিবাদে সামিল হয়েছেন।হাওড়ায় কোনা এক্সপ্রেসওয়ের বেতড় মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়েছে এখানে। গোটা ভারতবর্ষ জুড়ে যে অন্যায় অরাজকতা চলছে গণতন্ত্রের গলা টিপে ধরা হচ্ছে, আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি তার বিরুদ্ধে ,সংসদ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে যা ব্যবস্থা নেওয়া হয়েছে তার তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদে সামিল হয়েছি। কুশপুতুল পোড়াতে বাধা দিয়েছে পুলিশ। আমাদের প্রতিবাদেও পুলিশ সামিল হতে দেয়নি। এরপরেও আমরা সামিল হয়েছি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদে। আমাদের দাবি অন্যায়ভাবে, অগণতান্ত্রিক উপায়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে ফতোয়া জারি করা হয়েছে অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *