হাট বসেছে কুমোরপাড়ার গরুর গাড়ির ভেতরে! এবার আসানসোল মেতে উঠবে নজরকাড়া থিমপুজোয়
বেস্ট কলকাতা নিউজ : ‘কুমোরপাড়ার গরুর গাড়ি’ এবারের থিম আসানসোলে আপকার গার্ডেন পুজো মণ্ডপের। বিশাল আকারের দুটি গরুর ভাস্কর্য চোখে পড়বে এমনকি মণ্ডপে প্রবেশের মুখেই। বাকি শিল্পসম্ভার রয়েছে যার পেছনেই ।সেখানে যেন বসেছে আস্ত এক হাট। পেছনেই আঁকা রয়েছে বকশিগঞ্জের পদ্মাপাড়ের ছবিও। এখানে প্রাচীন বাংলার বিভিন্ন ব্যবসায়ীরা ঠিক যেন পদ্মাপাড়েই বসে আছেন। সেখানে ধরা পড়েছে এমনকি তাঁদের বিক্রিবাটার দৃশ্য।এই সবটাই অবশ্য হাতে গড়া মণ্ডপশিল্পীদের। যেমন হয় রবি ঠাকুরের পদ্য সমৃদ্ধ বইয়ের পাতা হঠাত্ বাস্তব হয়ে পড়লে, ঠিক তেমনই এই পুজো মণ্ডপও। ছোট বড় সকলেরই মন জুড়িয়ে যাবে এই শিল্পকীর্তি দেখে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পুজোর উদ্ধোধন করেন পঞ্চমীর রাতেই। তবে তিনি হাজির হননি সশরীরে। রবিবার বিকেলে যখন আনুষ্ঠানিকভাবে মণ্ডপের উদ্ধোধন করা হয় তখন মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। আসানসোল আপকার গার্ডেন পুজো মন্ডপে উপস্থিত হয়েছিলেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ।এদিন মুখ্যমন্ত্রী অনলাইনে মণ্ডপ দেখেন কলকাতা থেকেই। পুজো মণ্ডপে পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় প্রদীপ জ্বালিয়ে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ভার্চুয়ালি উদ্ধোধন করেন কল্যাণপুর কে সেক্টর পুজো কমিটি এবং আসানসোল কোর্ট রোড পুজোরও।