ইস্ট-ওয়েস্ট মেট্রো অতিরিক্ত পরিষেবা দেবে পুজোর চারদিনই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে দুর্গাপুজোয় বাড়ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর সংখ্যা। পুজোর চারটি দিন বাড়তি মেট্রো পরিষেবা মিলবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। মেট্রো কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বলা হয়েছে ইস্ট-ওয়েস্ট রুটে মোট ৬০টি মেট্রো চলবে সপ্তমী, অষ্টমী ও নবমী অর্থাত্‍ ১২, ১৩ ও ১৪ অক্টোবর-এই তিনদিনই। অন্যান্য দিন সারাদিনে চলে ৪৮টি মেট্রো। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, পুজোর এই তিনদিন মেট্রো চলবে দুপুর ১২টা থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। অর্থাত্‍ মিলবে সেক্টর ফাইভ থেকে ফুলবাগান এবং ফুলবাগান থেকে সেক্টর ফাইভগামী ট্রেন।

আর একটু বদল আছে দশমীর দিন মেট্রোর সময়সূচিতেও। ওইদিন সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলবে দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এই চারদিন ৩০ মিনিটের বদলে মেট্রো চলবে ২০ মিনিটে। তবে টোকেন নয়, ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে সেক্ষেত্রে যাতায়াত করতে হবে স্মার্ট কার্ড নিয়েই। এমনকি যাত্রীদের মেট্রোয় চলাচল করতে হবে সম্পূর্ণ কোভিড বিধি মেনেই। এদিকে পুজোর সময় কর্তৃপক্ষ সপ্তমী থেকে নবমী পর্যন্ত সকাল ১০টা থেকে রাত প্রায় ১২টা পর্যন্ত মেট্রো চালাবে যাত্রীদের সুবিধায়। দশমীর দিন এই পরিষেবা মিলবে দুপুর ২ টো থেকে রাত অবধি। এবার ইস্ট-ওয়েস্ট রুটেও উত্‍সবের দিনগুলোয় বাড়তি পরিষেবা দেওয়ায় খুশি যাত্রীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *