হিন্দি নয় বাংলা গানই চলুক পুজো প্যান্ডেলে, বাংলাপক্ষ আবেদন জানালো পুজো কমিটিগুলিকে
বেস্ট কলকতা নিউজ : বাংলা পক্ষ বাংলার নানা পুজো কমিটি, ক্লাবকে আবেদন জানালো পুজো প্যান্ডেলে বাংলা গান বাজানো এবং বাংলার সংস্কৃতি রক্ষার আবেদন জানিয়ে। এর আগে রেডিওতে বাংলার মাটিতে বসেও চলছে একের পর এক হিন্দি গান, সঞ্চালনাতেও নেই এমনকি বাংলার ছাপও। সুযোগ পেলে সেখানে বাংলা গান চলেছে সারাদিনে একবার বা বড়জোর তিনবার, বাংলাপক্ষ প্রতিবাদে রাস্তায় নামে এই অভিযোগ নিয়েই। এমনকি বহুদিন ধরেই ফিভার ও রেডিও ওয়ান নামক দুটি জনপ্রিয় রেডিও চ্যানেল চলে আসছে বাংলার মাটিতে। কিন্তু আরোও অভিযোগ বাংলার মাটিতে ব্যবসা করেও সেখানে চলছে না বাংলা সঞ্চালনা বা বাংলা গান। বাংলাপক্ষ নিউটাউন ডি এল এফে ফিভার ও রেডিও ওয়ানের অফিসে ঘেরাও করেছিল তারই প্রতিবাদ জানিয়ে।তাঁদের প্রথমে অফিসে ঢুকতে বাধা দিলেও পরে বাংলাপক্ষ ঢোকার অনুমতি পায়।
বাংলা পক্ষের আরও অভিযোগ , এফএম’এ বাংলা ভাষায় চলে না কোনও গান বা সঞ্চালনা চলে শুধু বিরতিপর্ব। “অ্যাডভাটাইসমেন্ট থেকে টাকা আসে তাই শুধু অ্যাডই চলে বাংলা ভাষায়। সেই টাকাও বাইরে চলে যায়। বাঙালী শুধুই পণ্য তাদের কাছে। বাংলার গান বাজালে চাকরি পেট সেই বাংলার ছেলে-মেয়েরাই। এখানে এসে পয়সা উপার্জন করে যাচ্ছে শুধুমাত্র বহিরাগতরাই। এমনকি সরকার চু্প” বলে অভিযোগ করেছেন বাংলাপক্ষর হাওড়ার জেলা সম্পাদক। জয় বাংলা স্লোগানে বাংলা ভাষার জন্য ন্যায় বিচার চেয়ে তাঁদের যে প্রতিবাদ সেই প্রতিবাদে তাঁদের সম্মতি জানিয়েছেন গায়ক রুপঙ্কর বাগচী থেকে শুরু করে রুপম ইসলামের মতো বাংলার বিশিষ্ট শিল্পীরা।