২০২০ তে রাশিয়া মহাকাশে পাঠাবে দ্বিগুণ সংখ্যক রকেট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মহাকাশে রকেট পাঠানোর ক্ষেত্রে রাশিয়াকে পিছনের সারিতে ফেলে দিয়েছিল আমেরিকা এবং চিন। এবার রাশিয়া মহাকাশে রকেট পাঠানোর ক্ষেত্রে নড়েচড়ে বসল । এই বছরের তুলনায় আগামী বছর ২০২০ তে দ্বিগুণ সংখ্যক রকেট মহাকাশে পাঠাবে রাশিয়া। রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকোসমোসের অন্যতম আধিকারিক ইগর কোমারোভ সম্প্রতি এমনটাই জানিয়েছেন।

কোমারোভ জানিয়েছেন, ২০১৯ সালে মহাকাশে রুশ রকেট উৎক্ষেপণের পরিমাণ লক্ষ্যণীয় ভাবে বাড়বে। এমনকি সেই সংখ্যা বেড়ে দ্বিগুণ হবে গত বছরের তুলনায়। এ ছাড়া, আগামী বছর রাশিয়ার প্রথম রকেটগুলো পাঠানো হবে জানুয়ারি মাসে। এগুলি কাজাখিস্তানের বাইকানোর এবং গুইনা মহাকাশ বন্দর থেকে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে জানানো হয়েছে, রাশিয়ায় নির্মিত নতুন কোসমোড্রোম বা মহাকাশ বন্দর প্লিসেতস্ক আগামী বছর ফেব্রুয়ারি মাসে সক্রিয় হবে।পাশাপাশি তিনি জানিয়েছেন, ভোস্তোচেনি মহাকাশ বন্দর তৈরির কাজও একই সঙ্গে শেষ হবে বলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *