২৫ লক্ষ টাকার করোনার ‘জীবনদায়ী’ ওষুধ নষ্ট হল শম্ভুনাথ পণ্ডিত হাসপতালে
বেস্ট কলকাতা নিউজ : করোনার জীবনদায়ী ওষুধ রেমডেসিভিরের ৮৫০ ভায়েল নষ্ট হয়ে গেল কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। ওই ওষুধগুলো নষ্ট হয়ে গিয়েছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণেই। যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লক্ষ থেকে সাড়ে ২৫ লক্ষ টাকা।
উল্লেখ্য ,করোনা আক্রান্তদের চিকিৎসায় রেমডেসিভির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। যার মেয়াদ ছ’মাস এবং এক একটি ভায়েলের দাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় রেমডেসিভির কার্যত জীবনদায়ী হয়ে ওঠে। তখন স্বাস্থ্য দফতর থেকে ওই ওষুধ পাঠানো হয় প্রতিটি হাসপাতালে। তবে এরপর রোগী কমে যাওয়ায় পড়ে পড়ে নষ্ট হয় বাকি ওষুধগুলো। সূত্রের খবর, কেবল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে নয়, অনেক ওষুধ নষ্ট হয়েছে কলকাতার বাকি হাসপাতালেও ।