২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে চোপড়ায় মৃত চার শিশুর পরিবারকে, ঘোষণা করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চোপড়ার ঘটনায় মৃত চার শিশুর পরিবারকে ২ লাখ করে ক্ষতিপূরণের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সূত্রের খবর, নির্দেশ গিয়েছে মুখ্যসচিবের কাছে। প্রসঙ্গত, চোপড়ার শিশুমৃত্যু নিয়ে বিগত কয়েক সপ্তাহজুড়েই তোলপাড় চলছে রাজ্য-রাজনীতিতে। গুরুতর অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। ইতিমধ্যেই চোপড়া থেকে ঘুরে এসেছেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা। চার শিশুর পরিবারের সঙ্গে দেখাও করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রত্যেক পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এবার মমতার ক্ষতিপূরণের ঘোষণায় প্রশাসনিক মহলের অন্দরে জোর চর্চা শুরু হল তা নিয়ে।

ইতিমধ্যেই চোপড়া গিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভাট্টাচার্য। গায়ে প্ল্যাকার্ড ঝুলিয়ে এলাকায় যেতে দেখা গিয়েছে মন্ত্রী গুলাম রব্বানীকেও। বিসএফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা গিয়েছে চন্দ্রিমাকে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই চোপড়ার চেতনাগাছে একটি হাইড্রেনে মাটি চাপা পড়ে মৃত্যু হয় চার শিশুর। ব্যাপক উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, ওই হাইড্রেন কাটার কাজ করছিল বিএসএফ। তাতেই সীমান্ত রক্ষী বাহিনীকে কাঠগড়ায় তুলে ক্ষোভে ফেটে পড়ে ঘাসফুল শিবির। চন্দ্রিমার আরো অভিযোগ, বেআইনিভাবে কাজ করা হয়েছে। আর তাতেই ঘটে যায় এই চরম বিপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *