৭৫০০ টাকা ভাতা রাজ্যের বেকার যুবকদের জন্য , স্নাতক হলেই কেজরিওয়াল সরকার দিচ্ছে ৫০০০ টাকা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশে মূলত বেকারত্বের হার দ্রুত বেড়েছে করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে । এমন পরিস্থিতিতে কেজরিওয়াল সরকার বেকার ভাতা দিতে যাচ্ছে বেকার যুবকদের জন্য।

তবে এই স্কিম সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় । যেসব যুবকরা চাকরির জন্য অপেক্ষা করছেন পড়াশোনা শেষ করে এই ভাতা কেবল তাদের জন্যই। সরকারি নিয়ম অনুসারে দিল্লির সরকার স্নাতক শেষ করে চাকরি পাননি এমন যুবকদের মাসে ৫০০০ টাকা বেকার ভাতা দেবে । পাশাপাশি ৭৫০০ টাকা বেকার ভাতা হিসাবে দেওয়া হবে স্নাতকোত্তর (পিজি)দের জন্য । স্নাতক ও স্নাতকোত্তর হওয়ার পাশাপাশি আরও একটি যোগ্যতা যুক্ত করেছে কেজরিওয়ালের সরকার।

নিয়ম অনুসারে, এই প্রকল্পের সুবিধা পাবেন কেবল এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নিজেদের নাম নথিভুক্ত করা যুবকরাই । মূলত, কর্মসংস্থানের এক্সচেঞ্জ থাকে প্রতিটি রাজ্যেi । রাজ্যের বেকার যুবকের সংখ্যা জানতে তথা কর্মসংস্থানের জন্যই এই পরিকাঠামা গড়ে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *