একগুচ্ছ শ্যাম্পুর বোতল মিলল দিল্লি এয়ারপোর্টে তল্লাশিতে, খোলা মাত্রই চক্ষু চড়কগাছ অফিসারদের
বেস্ট কলকাতা নিউজ : ব্যাপক চাঞ্চল্য ছড়াল দিল্লি বিমানবন্দর থেকে ৮ কেজি হেরোইন উদ্ধারকে ঘিরে। এই নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে দুজন বিমানযাত্রীর কাছ থেকে। তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার করেছেন কাস্টমস অফিসাররা, যার দাম প্রায় ৫৩ কোটি টাকা আন্তর্জাতিক বাজারে। কিন্তু ঠিক কীভাবে পাচার করা হচ্ছিল এই মাদক? পদ্ধতি দেখে কাস্টমস অফিসাররাও এমনকি চমকে গিয়েছেন। জানা গেছে ওই দুই যাত্রী ড্রাগ পাচার করছিল হেয়ার কালার আর শ্যাম্পুর বোতলে ভরে। আট কেজির ওই মাদক উদ্ধার করা হয়েছে অন্তত ৩০টি হেয়ার কালারের বোতল এবং ২টি শ্যাম্পুর বোতল থেকে।
মূলত দিন দিন ক্রমশ বাড়ছে হেরোইন পাচারের মতো ঘটনা। বিশেষত দিল্লিতে বরাবরই রয়েছে এই নিষিদ্ধ মাদক চক্রের রমরমা। ২০২০ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত কাস্টমস অফিসাররা প্রায় ৬০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক উদ্ধার করেছেন শুধুমাত্র দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এ নিয়ে দায়ের হয়েছে মোট ১৪টি মামলা । গ্রেফতার করা হয়েছে এমনকি ১৮ জন বিদেশি এবং দুজন ভারতীয় নাগরিককেও।