বালুরঘাটের যুবক রাতারাতি কোটিপতি হয়ে গেল রাজমিস্ত্রি থেকে
বেস্ট কলকাতা নিউজ : তার প্রবল নেশা ছিল লটারির টিকিট কাটার ।আর তাতেই যুবক রাতারাতি কোটিপতি হয়ে গেল রাজমিস্ত্রি থেকে। কিন্তু এদিকে পরিবারে তার নিত্যসঙ্গী অভাব অনটন। তার উপর অসুস্থ তার বাবাও। তাই কলেজ ছাত্র সুজয় পাহান পড়াশোনার পাশাপাশি রাজমিস্ত্রির কাজও করতেন সংসারের আর্থিক সমস্যা কাটাতে। এর পাশাপাশি বালুরঘাটের সুজয়ের নেশা ছিল লটারির টিকিট কাটারও। যদিও আর্থিক ঝুঁকি থাকে লটারিতে, তবুও ভালো কিছু হবে এই আশাতেই সুজয় মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন।
সুজয় রবিবার সকালে রাতারাতি কোটিপতি হয়ে যান শনিবারের কাটা টিকিটে । এমনকি বাড়িতেও বিশাল ভিড় জমে যায় এই খবর চাউর হতেই। এদিকে পরিবারের লোকেরাও বেজায় খুশি ঘরের ছেলের রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার খবরে। এদিকে চক্ষুচড়কগাছ রবিবার সকালে টিকিট মেলাতে গিয়েই । দেখেন,তিনি প্রথম পুরস্কার হিসেবে পেয়েছেন ১ কোটি টাকা। তাঁর আনন্দে আত্মহারা অবস্থা হয় । কিন্তু সেই সঙ্গে আতঙ্কও জাঁকিয়ে বসে তাঁর মনে। সেই কারণে তিনি সোজা থানায় হাজির হন। নিরাপত্তার আবেদন করেন। পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ওনাকে নিশ্চয়ই নিরাপত্তা দেওয়া হবে প্রয়োজন পড়লে। এদিকে সুজয়ের বাবা-মাও বেশ আপ্লুত ছেলের এই বিশাল লক্ষ্মীলাভে ।উল্লেখ্য , শনিবার সন্ধেয় সুজয় কেটেছিলেন ৩০ টাকা দিয়ে পাঁচটি লটারির টিকিট।কিন্তু ek মুহূর্তের জন্য ভাবতেও পারেননি এভাবে রাতারাতি ফিরবে তার ভাগ্য।