পুরসভা ভোট নিয়ে কী নির্দেশ কলকাতা হাইকোর্টের ! জেনে নিন
বেস্ট কলকাতা নিউজ : সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কমিশনকেই। করোনা আবহে পুরসভা ভোট হবে কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্ট সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিল ৪৮ ঘণ্টার মধ্যেই। গতকাল রাজ্য সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের দায় ঠেলাঠেলির জেরে আদালত শুনানি স্থগিত রেখেছিল। করোনা আবহে ভোট সম্ভব কিনা সেটা এবার জানাতে হবে নির্বাচন কমিশনকেই।
শেষ পর্যন্ত পুরভোট নিয়ে অবশেষে রাজ্য নির্বাচন কমিশনের উপরেই সব দায় বর্তাল। করোনা আবহে পুরভোট করানো উচিত হবে কিনা নির্বাচন কমিশনকেই তা নিয়ে শেষ সিদ্ধান্ত নিতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২২ জানুয়ারি নির্বাচন কমিশন ৪ পুরসভায় ভোট ঘোষণা করেছে। কিন্তু করোনা পরিস্থিতি আদালতে আবেদন করা হয়েছিল ভোট করানোর আপত্তি জানিয়ে। সেই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট এই নির্দেশ দিয়েছে।