১৫ থেকে ১৮ বছর বয়সীরা টিকা পাবে পুরসভার যে কোনও সেন্টারে , ঘোষণা কলকাতার মেয়রের
বেস্ট কলকাতা নিউজ : যাঁরা ভ্যাকসিন নিতে পারেননি এবং যাঁরা ইচ্ছা করে ভ্যাকসিন নেননি পুরসভার পক্ষ থেকে খোঁজ চলছে তাঁদের। এমনকি তাঁদেরও ভ্যাকসিন দেওয়া হবে খোঁজ পেলেই পুরসভার সূত্রে এমনটাই খবর মিলেছে ।এমনকি ১৫ থেকে ১৮ বয়সীদের ভ্যাকসিন দেওয়া হবে কোভ্যাক্সিন মেগা সেন্টারেও। তবে ভ্যাকসিনেশনের ক্যাম্প চালু আছে কিছু কিছু স্কুলেও । সেখানে ভ্যাকসিন নিতে পারবে বাচ্চারাও। এছাড়াও কলকাতা পুরসভার প্রাইমারি হেলথ সেন্টার আছে ১৪৪ টি ওয়ার্ডেই। সমস্যা সমাধানে স্যাটেলাইট হেলথ সেন্টার খোলা হবে এমনকি বড় বড় ওয়ার্ডের ক্ষেত্রেও।স্বাস্থ্য পরিষেবার বিষয় গরিবদের সাহায্য করা হবে। পুরসভার যে কোনও সেন্টারে টিকা পাবে ১৫ থেকে ১৮ বছর বয়সীরা। কলকাতার কনটেনমেন্ট জোন ৩৩টি করা হল’ এমনটাই ঘোষণা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।