আজই জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ হতে পারে লোকসভায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আজ, সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন। এবারের অধিবেশনে অনেকগুলি গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর লক্ষ্য রয়েছে কেন্দ্রের। পাশাপাশি মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স-কমিটির রিপোর্ট লোকসভায় পেশ করা হবে বলে শোনা গিয়েছিল। যদিও শীতকালীন অধিবেশনের প্রথম দিন সেই রিপোর্ট পেশ হয়নি। দ্বিতীয় দিনেও সেই রিপোর্ট পেশ হবে না বলে জানা গিয়েছে। তবে এদিন জম্মু-কাশ্মীর পুনর্গঠন সংক্রান্ত বিলটি পেশ হবে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি পেশ করবেন। আর কী কী বিল পেশ হতে পারে এবং এদিনের আলোচনার বিষয়বস্তু কী হবে, তা এখনও স্পষ্ট নয়। সংসদের যাবতীয় আপডেট একনজরে…

দ্বিতীয় দিনে অধিবেশন শুরু হতে না হতেই কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে সরগরম হয়ে উঠল লোকসভা। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার করা হচ্ছে অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন আপ সাংসদরা। পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভও দেখান তাঁরা। শীতকালীন অধিবেশনে যোগ দিতে এদিন সংসদে হাজির হন কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। মহুয়া মৈত্র সংক্রান্ত এথিক্স-কমিটির রিপোর্ট এদিনও পেশ হবে না বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *