ফের মাওবাদীদের বাড়বাড়ন্ত জঙ্গলমহল এলাকায় , চরম নিরাপত্তা হীনতায় তৃণমূল নেতারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের মাওবাদীদের আনাগোনা বাড়ছে বাঁকুড়া ও জঙ্গলমহলের জেলাগুলিতে। আর এরপরেই শাসকদলের ছোট,বড়, মাঝারি নেতারা ভুগছেন এক প্রকার চরম নিরাপত্তা হীনতায়। ইতিমধ্যে রানিবাঁধ ব্লকের পাঁচ তৃণমূল নেতা বাঁকুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন নিরাপত্তারক্ষী চেয়ে। এদিকে রাজনৈতিক মহল মনে করছে এই ঘটনা জঙ্গলমহলে ফের মাওবাদী সক্রিয়তা বৃদ্ধির খবরেই সিলমোহর দিল বলেই। এদিকে, তুমুল রাজনৈতিক তরজাও শুরু হয়েছে গোটা বিষয়টি জানাজানি হওয়ার পর। তবে বিরোধী দলগুলি এক্ষেত্রে শাসক দলকেই একহাত নিয়েছেন গোটা ঘটনায়।

গোয়েন্দা সূত্রে জানাচ্ছে, ফের বাঁকুড়া ও জঙ্গলমহলে একাধিক এলাকায় মাওবাদী মাথাচাড়া দিয়েছে । সূত্রের খবর, জঙ্গলমহলে লুকিয়ে থেকে নিজেদের সংগঠন বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে মাওবাদী নেতা আকাশ ও অজয়। কয়েকদিন আগে পর্যন্ত মাওবাদী নামাঙ্কিত পোস্টারও উদ্ধার হয়েছে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় , বেলপাহাড়িতে ল্যান্ডমাইন উদ্ধার ও মাওবাদীদের ডাকা ৮ এপ্রিলের বনধের ভালো সাড়া, জঙ্গলমহল জুড়ে ফের মাওবাদী আতঙ্ক চেপে বসছে সমস্থটাই মিলিয়ে। এদিকে,মানুষের মনে ফের আতঙ্ক চেপে বসলেও রাজ্যের শাসক দল জঙ্গলমহলে মাওবাদীদের উপস্থিতি কোনও ভাবেই স্বীকার করতে চায়নি। তা সে পোস্টার উদ্ধারই হোক বা বনধের প্রভাব, রাজ্যের শাসক দল সব কিছুই বিরোধীদের কারসাজি বলে উল্লেখ করে এসেছে। কিন্তু এবার রানিবাঁধ ব্লকের খোদ শাসক দলের ছোট, বড় ও মাঝারি নেতাদের একাংশই সিলমোহর দিল মাওবাদীদের গতিবিধি বৃদ্ধির খবরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *