ভুলে যাওয়াই ভাল এলপিজি গ্যাসে ভর্তুকির ভাবনা , এমনটাই ইঙ্গিত তেল সচিবের
বেস্ট কলকাতা নিউজ : রান্নার গ্যাসের দাম ক্রমাগত বাড়লেও, ভর্তুকি কোথাও শূন্য, কোথাও আবার নামমাত্র (কলকাতায় মাত্র ১৯.৫৭ টাকা)। চাপের মুখে সম্প্রতি কেন্দ্র শুধু উজ্জ্বলার গরিব গ্রাহকদের সিলিন্ডারে (বছরে ১২টি) ২০০ টাকা ছাড় দিয়েছে । ফলে দারিদ্র সীমার উপরে থাকা যে সমস্ত স্বল্প রোজগেরে সাধারণ মানুষের নুন আনতে পান্তা ফুরোচ্ছে, তাঁরা বিপর্যস্ত হাজার টাকার বেশি গুনতে গিয়ে । এই অবস্থায় বৃহস্পতিবার ভর্তুকি না দেওয়ার পক্ষেই সওয়াল করা হল কেন্দ্রের তরফে । তেল মন্ত্রকের সচিব পঙ্কজ জৈন স্পষ্ট বললেন, রান্নার গ্যাসের ভর্তুকি শুধু প্রাপ্য উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্য । বাকিদের সিলিন্ডার কিনতে হবে বাজার দরেই । ফলে দেশ জুড়ে নতুন সংশয় দানা বাঁধল , তা হলে কি হাতে গোনা কিছু জায়গায় এখন যে সামান্য ভর্তুকি মিলছে, এ মাস থেকে তা-ও বন্ধ হয়ে যাবে?
আশঙ্কা আরও বাড়িয়ে তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরীর মন্তব্য, ‘‘বরাবরের জন্য ভর্তুকি চালু থাকবে এবং বাড়বে, ভর্তুকির সংজ্ঞা এমন নয়। সেই অনুযায়ী, তা আদতে কমে আসা উচিত ধাপে ধাপে ।’’ জৈনের দাবি, ২০২০ সালের জুন থেকেই আর কোনও ভর্তুকি দেওয়া হয় না রান্নার গ্যাসের গ্রাহকদের। শুধু তা চালু উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে।