‘ CBI কিছুই করছে নাI, আমি হতাশ- ক্লান্ত ’, মন্তব্য ক্ষুব্ধ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-র
বেস্ট কলকাতা নিউজ : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘আশাহত’ সিবিআই তদন্তে। ” সিবিআই এখনও কিছু করেনি ২০২১-এর দুর্নীতির তদন্তে। আর কাকে তদন্ত করতে বলব। আমি ক্লান্ত, হতাশ।” মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে এভাবেই ক্ষোভে ফেটে পড়েন ভরা এজলাসে।
এদিন তিনি বলেন, ”আমি হতাশ, আমি ক্লান্ত। দুর্নীতির তদন্তে সিবিআই কিছুই করেনি। সিবিআই কী করবে আমার সন্দেহ আছে । কর্মহীনদের কী হবে।” তিনি আরও বলেন, ”মনে হচ্ছে সিবিআইয়ের চেয়ে সিট ভালো। নভেম্বরে সিবিআইকে প্রথম তদন্তের নির্দেশ। তার পর কী হয়ছে? দেখতে পাচ্ছি না কোনও আশার আলো। সিবিআই এখনও কিছু করে উঠতে পারেনি ২০২১-এর দুর্নীতির তদন্তেও । কাকে তদন্ত করতে বলব। আমি ক্লান্ত।”
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্রমশ আস্থা হারাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরেই। উল্লেখ্য, এরাজ্যে ক্রমশ সামনে এসেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির মাধ্যমে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে পাহাড়-প্রামাণ দুর্নীতির অভিযোগ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই সিবিআইকে এসএসি-র দুর্নীতীর তদন্তের ভার দিয়েছেন। খোদ বিচারপতি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে এসএসসি-র তাবড় কর্তাদেরও নির্দেশ দিয়েছেনসিবিআই দফতরে হাজিরার জন্য ।