অবশেষে একাধিক তথ্য উঠে এল অর্পিতাকে জেরা করে , আজ ইডি যাচ্ছে পার্থ চ্যাটার্জীকে জিজ্ঞাসাবাদ করতে
বেস্ট কলকাতা নিউজ : মঙ্গলবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করেছে আলিপুর মহিলা সংশোধনাগারে গিয়ে । বুধবার ইডির আধিকারিকরা পার্থ চট্টোপাধ্যায়কেও জেরা করতে পারেন প্রেসিডেন্সি জেলে গিয়ে, তদন্তকারীদের সূত্রে এমনটাই জানা গিয়েছে।
জানা গেছে জেরায় পার্থর সঙ্গে ঘনিষ্ঠতার কথা স্বীকার করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে বলেছেন টাকার বিষয়ে কিছু জানেন না বলেই । অর্পিতার আরও বক্তব্য মাঝেমধ্যেই তার ডায়মন্ড সিটির ফ্ল্যাটে যেতেন পার্থ চট্টোপাধ্যায়। অর্পিতা যখন দলীয় অফিসে যেতেন তখন কেউ থাকত না আশেপাশে। তারা দুজন গাড়িতে চেপে বেড়াতেও যেতেন বিভিন্ন জায়গায়।
পার্থ ও তার ঘনিষ্ঠ কয়েকজন যে এই দুর্নীতি কাণ্ডে জড়িত, অর্পিতা সেই ইঙ্গিতও দিয়েছেন। গতকাল সকাল থেকে বিকেল অবধি অর্পিতাকে লাগাতার জেরা করা হয় । গত কয়েক দিনের তদন্তে যে সব নথি ও সম্পত্তির হদিশ মিলেছে, আজ ইডি সেই সব নিয়েই পার্থের সঙ্গে কথা বলবে। গতকাল প্রেসিডেন্সি জেলে অর্পিতাক জেরায় যে সব নতুন তথ্য উঠে এসেছে, জানা যাচ্ছে সে সব নিয়েও পার্থের বক্তব্য শোনা হতে পারে বলে।