৪০ দিন পর জামিন পেলেন নওশাদ, পুলিশকে মারার প্রমাণ দেখাতে পারেনি রাজ্য
বেস্ট কলকাতা নিউজ: অবশেষে জামিন পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি জামিন পেলেন ৪০ দিন পর । বৃহস্পতিবার নওশাদের জামিনের আর্জি মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট । নওশাদ ও তাঁর সমর্থকদের বিরুদ্ধে, পুলিশকে মারার যে অভিযোগ উঠেছিল, সেই মারধরের কোনও প্রমাণ আদালতে রাজ্য দেখাতে পারেনি বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। উল্লেখ্য ,বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বুধবারই রাজ্যের কাছে প্রশ্ন রেখেছিল, পুলিশকে মারধর করার যে অভিযোগ তোলা হচ্ছে, তার প্রমাণ কোথায়? এমনকি বিচারপতিরাও বুধবার নওশাদের ভাষণের ভিডিয়োও দেখেছিলেন। একদিন সময় চাওয়া হয়েছিল প্রমাণ দেওয়ার জন্য। তবে রাজ্য সরকার বৃহস্পতিবারও কোনও প্রমাণ রাজ্য দিতে পারেনি। এরপরই জামিনের আবেদন মঞ্জুর করা হয় ।
আইনজীবী জানিয়েছেন, পুলিশকে মারধর করার কোনও দেখাতে পারেনি পুলিশ। ছবিতে দেখা গিয়েছে ট্রাফিক গার্ডরেল নষ্ট করছে একজন। সম্পত্তি নষ্টের জন্য ৪০ দিন হেফাজতে? আদালতে প্রশ্ন তোলেন মামলাকারীর আইনজীবী।