চিতা ঘুরে বেড়াচ্ছে শহরের রাস্তায়, বাসিন্দাদের বাড়িতে থাকার পরামর্শ বনদফতরের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চিতা। যার জেরে আতঙ্কিত বেঙ্গালুরু জনগণ। এর আগে বেঙ্গালুরুর হোআইটফিল্ড এলাকায় একটি চিতাবাঘকে দু’বার ঘুরে বেড়াতে দেখা যায়। সেই কারণে বনদফতরের তরফে জারি হয়েছে সতর্কতা।রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চিতা। যার জেরে আতঙ্কিত বেঙ্গালুরু জনগণ। এর আগে বেঙ্গালুরুর হোআইটফিল্ড এলাকায় একটি চিতাবাঘকে দু’বার ঘুরে বেড়াতে দেখা যায়। সেই কারণে বনদফতরের তরফে জারি হয়েছে সতর্কতা।

বেঙ্গালুরুর ডেপুটি বনসংরক্ষক রবীন্দ্র কুমার বলেন, “আমাদের অনুরোধ ভোরবেলা এবং রাত্রিবেলা বাড়ির বাইরে বেরবেন না। বিশেষ করে শিশুদের নিয়ে বাইরে বেরবেন না। ঘরের ভিতরেই থাকুন এই সময়ে। আমরা ইতিমধ্যেই চিতাটিকে ধরার জন্য দুটো খাঁচা পেতেছি। খুব শীঘ্রই তাকে বন্দি করা হবে।”রবীন্দ্র কুমারের বক্তব্য অনুযায়ী, গত ২৭ অক্টোবরের সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে চিতা শহরের ভিতরে প্রবেশ করছে। যেই সময় ঘটনাটি ঘটেছে সেই সময় কুদলু গেটে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন কর্মচারি টহল দিচ্ছিলেন। তারপরও বাঘটিকে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *