নিখোঁজ হয়েছিল কাজে বেরিয়ে , সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ উদ্ধার হল গুদাম থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন । অবশেষে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে একটি পাটের গুদাম থেকে উদ্ধার হল নিখোঁজ সিভিক ভলেন্টিয়ারের ঝুলন্ত দেহ । মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম শুভেন্দু মণ্ডল (৩৫ )।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে স্বরূপনগর থানার অন্তর্গত সগুনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পোলতা গ্রামে।

এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেনার দায়ে জর্জরিত হয়ে গিয়েছিলেন ওই সিভিক ভলেন্টিয়ার । পাওনাদারদের টাকা মেটাতে না পারায় মানসিক অবসাদেও ভুগছিলেন। তার জেরে তিনি চরম পদক্ষেপ নিয়েছেন নাকি এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ । ঘটনার তদন্ত শুরু হয়েছে । পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান আরো বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ঋণের টাকা শোধ করতে না পারার কারণেই সম্ভবত ওই সিভিক ভলেন্টিয়ার চরম পদক্ষেপ নিয়েছেন । তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না তাও তদন্ত করে দেখছি আমরা । এর বেশি কিছু বলা সম্ভব নয় ।”

সগুনা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পোলতা গ্রামের বাসিন্দা মূলত শুভেন্দু মণ্ডল। বাড়িতে স্ত্রী ছাড়াও তাঁর ছ’বছরের এক পুত্র সন্তান রয়েছে। গত কয়েক বছর ধরে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কাজ করছিলেন । ঘটনার দিন সকালে ডিউটিতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন । তারপর থেকে আর কোনও খোঁজ মেলেনি তাঁর । অপরদিকে বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও কোনো হদিশ পাওয়া যায়নি শুভেন্দু’র । পরে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে চারঘাট বাজারে একটি পাটের গুদাম থেকে সিভিক ভলেন্টিয়ারকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। শুভেন্দুকে স্বরূপনগরের শাঁড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *