রাস্তার ধারে পড়ে আছে বালি, চরম নাজেহাল শহর শিলিগুড়ির পথ চলতি স্থানীয় বাসিন্দারা
শিলিগুড়ি : রাস্তার ধারে পড়ে আছে বালি, রাত্রিবেলায় গাড়ি থেকে বালি রাস্তার ওপর ফেলে দেওয়ার পর দুদিনের মধ্যেই গোটা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে চলে আসে বালি এবং পাথর। আর যার জেরে চরম নাজেহালও হয়ে গেছেন শহর শিলিগুড়ির পথ চলতি বাসিন্দারাও, এমনকি দুই চাকার গাড়ি নিয়ে যারা চলাচল করেন তারাও। তাদের অনেকেই জানান সন্ধ্যার পরে সমস্যা আরো বেড়ে যায়। বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে । কিন্তু শহর শিলিগুড়ি যেখানে বালি ময় সেখানে তো এই ধরনের ঘটনা একেবারে নতুন কিছু না। তবে প্রশাসন যদি সজাগ থাকে তবে কিন্তু এই ধরনের ঘটনা অনেকটাই কমে যাবে। এবং খোলা জায়গায় বালি রাখা বন্ধ হয়ে যাবে।


