পরীক্ষা মিটেছে নির্বিঘ্নেই , কলকাতা বিশ্ববিদ্যালয়ের লক্ষ্যই দ্রুত ফল প্রকাশ করা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : স্নাতক ও স্নাতকোত্তরের বিজোড় সেমেস্টারগুলির পরীক্ষা একরকম মিটেছে নির্বিঘ্নেই। কিন্তু দ্রুত ফল প্রকাশ করাটাই পরবর্তী লক্ষ্য কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সেই লক্ষ্যে পৌঁছাতে পরীক্ষকদের নম্বর জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি পরীক্ষার দিন থেকে ২১ দিনের মধ্যে। এমনটাই জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায়।

মূলত কলকাতা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় অধীনস্থ কলেজগুলিতে স্নাতক ও স্নাতকোত্তরের বিজোড় সেমেস্টারগুলির পরীক্ষা চলেছিল গত ৮ মার্চ থেকে শুরু হয়ে ২৬ মার্চ পর্যন্ত। মোট ১৫৩ টি কলেজ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে। ৬৮ টি কলেজ রয়েছে স্নাতকোত্তরের বিভাগে। সেই সব পরীক্ষার্থীদের প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল অনলাইন মাধ্যমেই । পরীক্ষার্থীরা উত্তরপত্র অনলাইন মাধ্যমে জমা করেন সেই প্রশ্নপত্রে বাড়িতে বসেই পরীক্ষা দিয়েই। কোরোনা আবহে গত বছর অক্টোবর মাসে চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা হয়েছিল এই একই পদ্ধতিতে । কিন্তু, একাধিক ত্রুটি-বিচ্যুতি দেখা গিয়েছিল সেই সময়। তার মধ্যে অন্যতম ছিল সময়ে প্রশ্নপত্র ডাউনলোড করতে না পারা। কিন্তু, পরীক্ষার্থীরা এবার আর সেই সমস্যার সম্মুখীন হননি। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি গোটা পরীক্ষাটাই নির্বিঘ্নে মিটেছে বলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *