আমেরিকা থেকে এলপিজি আমদানি, খরচ বৃদ্ধির আশঙ্কা দেশ জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এলপিজি ক্রয় নিয়ে আমেরিকার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে ভারতের। নয়াদিল্লির এই পদক্ষেপ একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। এই চুক্তি কূটনৈতিক ও কৌশলগত কারণে নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এর ফলে এলপিজির জন্য পশ্চিম এশিয়ার উপর নির্ভরতার বিকল্প তৈরি হবে। ক্রিসিলের দাবি, আমেরিকার সঙ্গে চুক্তির ফলে ভারতের সামনে নতুন সুযোগ তৈরি হলেও বাড়তি পরিবহণ খরচ গুনতে হবে। এর ফলে পশ্চিম এশিয়ার তুলনায় আমেরিকার এলপিজি কেনার খরচ কিছুটা বেশি পড়বে। খরচ বৃদ্ধির এমনি আশঙ্কা শুরু হয়েছে দেশ জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *