অ্যাডভাইজ়রি জারি হল চিকিৎসা খরচে লাগাম টানতে , আজ একাধিক সংগঠন বৈঠকে বসতে চলেছে কমিশনের সঙ্গে
বেস্ট কলকাতা নিউজ : কোনও হাসপাতাল কোনও রোগীকে চিকিৎসা দেওয়ার বিষয়ে অস্বীকার করতে পারবে না শুধুমাত্র টাকার জন্য।বেড চার্জ নিতে হবে এমনকি ২০২০ -র ১ মার্চের হার অনুযায়ী। অন্ততপক্ষে ১০ শতাংশ ছাড় দিতে হবে এমনকি ওষুধের ক্ষেত্রে আর তা না হলে রোগীর পরিজনদের ওষুধ কিনে আনতে দিতে হবে হাসপাতালের বাইরের কোনো মেডিসিন শপ থেকে। এমনকি ডিসপ্লে বোর্ডে জানাতে হবে চিকিৎসার খরচও।ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ২২ অগাস্ট এমনই পাঁচটি অ্যাডভাইজ়রি জারি করেছে বেসরকারি হাসপাতালের চিকিৎসার খরচে রাশ টেনে ধরতে। আজ বিকাল সাড়ে পাঁচটায় স্বভূমিতে WBCERC-এর সঙ্গে বেসরকারি হাসপাতালগুলির সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়া (AHEI) বৈঠক করতে চলেছে এই অ্যাডভাইজ়রিগুলি নিয়ে আলোচনা করার জন্যই।