দুর্গাপুরে ৩ স্বাস্থ্যকর্মী অসুস্থ হল করোনার টিকা নিয়ে, ভরতি হাসপাতালে
বেস্ট কলকাতা নিউজ : কলকাতা, বাগনানের পর ফের দুর্গাপুর। রাজ্যের আরও তিন স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়লেন করোনার টিকা নিয়ে। আজ বৃহস্পতিবারই তাঁরা টিকা নেন। তিনজন অসুস্থ হয়ে পড়েন তারপর থেকেই। বর্তমানে তাঁরা ভরতি রয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে।
ইতিমধ্যেই গোটা রাজ্যের পাশাপাশি করোনা টিকাকরণ কর্মসূচি চলছে দুর্গাপুরেও। আজ বৃহস্পতিবারও কোনও ছেদ পড়েনি সেই কর্মসূচিতে। দীপা গড়াই নামে এক স্বাস্থ্যকর্মী আজ ভ্যাকসিন নিতে যান।জানা গিয়েছে, তাঁর মাথা ঘুরতে শুরু করে ভ্যাকসিন নেওয়ার পর থেকেই। ওই স্বাস্থ্যকর্মীকে তড়িঘড়ি ভরতি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, দীপা গড়াই হাই ব্লাড সুগারের রোগী।এমনকি ইনসুলিনও নিতেন তিনি।দীপার মতোই অসুস্থ হয়ে পড়েন আরও স্বাস্থ্যকর্মী পূর্ণিমা হাজরাও। তিনি দুর্গাপুরের তিন নম্বর ওয়ার্ডের উইলিয়াম কেরি উপস্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মী। তাঁরও মাথা ঘুরতে থাকে টিকা নেওয়ার পর থেকেই । দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি তিনি।
এদিকে দুর্গাপুরে অসুস্থ হয়ে পড়েন মল্লিকা দাস নামে আরও এক স্বাস্থ্যকর্মী। তিনি দুর্গাপুরের ১৩ নম্বর ওয়ার্ডের বিধানপল্লি উপস্বাস্থ্যকেন্দ্রের কর্মী।চিকিত্সকদের দাবি তাঁরও রক্তচাপও বেড়ে যাওয়ার ফলেই বিপত্তি ঘটেছে বলে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মণ্ডল জানান, তিনজনই ভরতি রয়েছেন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে। তবে বর্তমানে স্থিতিশীল আছে তাঁদের শারীরিক অবস্থা।