কয়লাকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার আবেদন খারিজ হল কলকাতা হাইকোর্টে
বেস্ট কলকাতা নিউজ : কয়লাকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার জামিনের আবেদন একরকম খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। অনুপ মাঝি হাইকোর্টে আবেদন জানান কয়লা পাচার কাণ্ডে সিবিআই-এর দায়ের করা এফআইআর খারিজের জন্য।কিন্তু বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য খারিজ করে দিয়েছেন তার সেই আবেদন।
বিধানসভা ভোটের মুখে মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই রাজ্যে তদন্তের গতি বাড়িয়েছে গরু ও কয়লা পাচারকাণ্ডে।ইতিমধ্যেই সিবিআই রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালিয়ে অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করা থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার করেছে। কয়লা পাচারকাণ্ডে অন্যতম প্রধান অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। অনুপ মাঝির খোঁজে সিবিআই ঘুরছে হন্যে হয়ে। তার কোনো নাগাল মেলেনি এখনও পর্যন্ত।
অবশেষে, কেন্দ্রীয তদন্ত সংস্থা এফআইআর দায়ের করে অনুপ মাঝি ওরফে লালার বিরুদ্ধে। সেই এফআইআর খারিজের জন্য লালার আইনজীবী আবেদন করে কলকাতা হাইকোর্টে। অনুপ মাঝির সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত এদিন জানিয়েছে, রেলওয়ে আইন অনুযায়ী রেলের জমির মধ্যে নির্বিঘ্নে তদন্ত করতে পারবে সিবিআই।