অভিষেক বিস্ফোরক টুইট করলেন কয়লা কাণ্ড নিয়ে
বেস্ট কলকাতা নিউজ : নির্বাচনের মধ্যেই রাজ্য সরগরম কয়লা কাণ্ড নিয়ে । বেশ কিছুদিন ধরেই অভিযোগ-পাল্টা অভিযোগ চলে আসছে কেন্দ্র-রাজ্য উভয়ের মধ্যেই । এবার এই ইস্যুতে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারকে নিশানা করে তোপ দাগলেন। নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক লেখেন, “সমস্ত কয়লা খনির দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় সরকার আর কেন্দ্রীয় এজেন্সিগুলির উপরই তা রক্ষা করার দায়িত্ব রয়েছে। যদি কেন্দ্রের বিজেপি নেতারা মনে করেন, তৃণমূল নেতারা বেআইনিভাবে টাকা পেয়েছেন কয়লা খনি থেকে, যারা তাহলে জাতীয় সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন কেন্দ্র তাঁদের বিরুদ্ধে কেন তদন্ত করছেন না?”
এছাড়া কটাক্ষ করে তিনি বলেন, “‘এটা অত্যন্ত হাস্যকর বিষয় যে কয়লা মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক তৃণমূল নেতাদের কথা শুনছেন তাঁদের নিজেদের বস ( মোদী-শাহ)-দের নির্দেশ না শুনে। তোমরা কাদেরকে বোকা বানাচ্ছ।”অর্থাৎ যদি কয়লা পাচার হয়েই থাকে, তবে সে দায় যে কেন্দ্রেরও রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সে কথাই বিজেপিকে স্মরণ করিয়ে দিলেন। উল্লেখ্য, বিজেপি অভিযোগ করেছে গরু ও কয়লা কাণ্ডে টাকার ভাগ অভিষেক বন্দোপাধ্যায়ের কাছে যেত বলেও। রবিবারই শুভেন্দু অধিকারী দাবি করেছেন, কয়লা দুর্নীতি থেকে ৯০০ কোটি টাকা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। সেই আক্রমণের পরেই এবার যুব তৃণমূল সভাপতি পালটা চাপ দিলেন বিজেপিকে।