অবশেষে ঘূর্ণিঝড় ইয়াস প্রবেশ করল ঝাড়খণ্ডে
বেস্ট কলকাতা নিউজ : অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস ঝাড়খণ্ডে প্রবেশ করলো ওডিশা ও পশ্চিমবঙ্গে ব্যাপক তাণ্ডব চালিয়ে। সকাল ১০.১০: প্রবল ক্ষয়ক্ষতি ওডিশায় । ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০-রও বেশি গ্রাম ।যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে একাধিক এলাকার সঙ্গে। বিদ্যুৎ নেই রাজ্যের এমনকি বহু এলাকায়। সকাল ৯.৪৫:নৌসেনা জোরকদমে উদ্ধারকাজ চালাচ্ছে দিঘা, ফ্রেজারগঞ্জ ও ডায়মন্ড হারবারে। ৭টি দলকে তৈরি রাখা হয়েছে বিশাখাপত্তনমে।এদিকে ইয়াসের প্রভাবে দিনভর বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়।বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদের কিছু অংশে।
সকাল ৯.০০: ঝাড়খণ্ডে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ১২ হাজার মানুষকে। ক্ষয়ক্ষতি যাতে কম হয়, তার জন্য কাজ শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। রাজ্য সম্পূর্ণ লকডাউন জারি রয়েছে । মানুষকে বাইরে বের হতে নিষেধ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও আহত হয়েছেন ৮ জন । সকাল ৭.৩০: ইয়াস পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। তা মূলত দক্ষিণ ঝাড়খণ্ডে প্রবেশ করে বুধবার মধ্যরাতে। ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে ইয়াস। আগামী ১২ ঘণ্টায় তা ক্রমশ পরিণত হবে সাধারণ নিম্নচাপেই।