AIMIM প্রধান আসাসুদ্দিন ওয়াইসি বিজেপিকে কোমর বেঁধে আক্রমণ করলেন মুসলিম সংরক্ষণ’ ইস্যুতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিদ্বেষমূলক বক্তব্য, জাত-পাতের রাজনীতি ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই’, AIMIM প্রধান আসাসুদ্দিন ওয়াইসি এভাবেই বিজেপিকে কোমরবেঁধে আক্রমণ করলেন ‘মুসলিম সংরক্ষণ’ ইস্যুতে। এমনকি AIMIM প্রধান আসাসুদ্দিন ওয়াইসি কার্যত তুলোধোনা করলেন তেলেঙ্গানায় ‘মুসলিম সংরক্ষণ’ বাতিল নিয়ে অমিত শাহের বক্তব্যকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পাল্টা আঘাত করে, তিনি আরও বলেন,বিজেপির আর কোন দিকেই নজর নেই, ‘বিদ্বেষমূলক বক্তব্য, জাত-পাতের রাজনীতি করা ছাড়া ”।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ মূলত রবিবার তেলেঙ্গানায় এক ভাষণে বলেন, বিজেপি সরকার গঠিত হলে তেলেঙ্গানায় বাতিল করা হবে ‘মুসলিম সংরক্ষণ’ । অমিত শাহের এই বক্তব্যের পাল্টা জবাব দিলেন এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়াইসি। রাজ্যে মুসলিম কোটা বাতিলের বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে একহাত নিয়ে ওয়াইসি আরও বলেন, “মুসলিম বিদ্বেষী বক্তৃতা” দেওয়া ছাড়া বিজেপির বিশেষ কোনো নজর নেই তেলেঙ্গানার প্রতি। এর পাশাপাশি তিনি কেন্দ্রকে তীব্র কটাক্ষ করেন জাল এনকাউন্টার, জেল থেকে অপরাধীদের মুক্তি এবং বুলডোজার ইস্যু নিয়েও।

টুইটারে এআইএমআইএম প্রধান এও লিখেছেন, “বিদ্বেষমূলক বক্তব্য, জাত-পাতের রাজনীতি ছাড়া বিজেপির আর কোনও কাজ নেই’, তারা যা দিতে পারে তা হল জাল এনকাউন্টার, কারফিউ, অপরাধীদের মুক্তি এবং বুলডোজার। ” এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। বিজেপি শাসিত কর্ণাটক সম্প্রতি বাতিল করেছে মুসলমানদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে ক্ষমতাসীন বিআরএস সরকারের সমালোচনা করেছেন, বেশ কয়েকটি প্রকল্পে দুর্নীতির অভিযোগ সামনে এনে বলেছেন, বিজেপির লড়াই চালিয়ে যাবে “দুর্নীতিগ্রস্ত” সরকারকে ক্ষমতা চ্যুত না করা পর্যন্ত”।

উল্লেখ্য, হায়দ্রাবাদের কাছে চেভেল্লায় একটি সমাবেশে ভাষণ দিয়ে অমিত শাহ ধর্মভিত্তিক সংরক্ষণের সমালোচনা করেন এবং সেগুলিকে অভিহিত করেন “অসাংবিধানিক” বলে । তিনি এও বলেন, ‘তেলঙ্গানায় দল ক্ষমতায় এলে, তুলে দেবে চাকরি, শিক্ষায় মুসলিমদের জন্য বরাদ্দ চার শতাংশ সংরক্ষণ।

শাহের গতকালের এই বক্তব্যের পর মুখ খুলেছেন হায়দরাবাদের সাংসদ অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের নেতা আশাউদ্দিন ওয়েইসি। তাঁর কথায়, শাহ ও তাঁর দল সমাজকে ভাঙতে শিখেছে। দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব নিয়ে বিজেপি সম্পূর্ণ চুপ। এদিকে ভাষণে শাহ তীব্র আক্রমণ শানান ওয়েইসির উদ্দেশেও। অমিত শাহ আরও বলেন, ‘আমরা মজলিসবাদীদের ভয় পাই না।তেলেঙ্গানায় এমন কোনও সরকার আমরা তৈরি হতে দেব না যার স্টিয়ারিং থাকবে ওয়েইসির হাতে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *