Delhi Rape Case : সামনে এল এক কঠিন সত্য, অশ্লীল ছবি দেখত অভিযুক্ত পুরোহিত, করাতো মালিশও
বেস্ট কলকাতা নিউজ : এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল দিল্লি ধর্ষণের ঘটনায়। প্রায় সকলেই শিউড়ে উঠছেন দলিত নাবালিকার সঙ্গে ধর্ষণের এই ঘটনায়। পুলিশ জানিয়েছে এখনও পাওয়া যায়নি ওয়াটার কুলারে শর্ট সার্কিটের কোনও প্রমাণ। কুলার পরিষ্কারও করা হয়নি।ক্রাইম ব্রাঞ্চও রিপোর্ট পেয়ে গেছে দিল্লি ক্যান্টনমেন্টের রেপ কেসে। তাতে আরও বলা হয়েছে মুখ্য অভিযুক্ত রাধেশ্যাম ও শশ্মানঘাটের পূজারি তদন্তকারী দলকে ভুল পথে চালিত করতে চেয়েছিল। তারা বলেছিল ওয়াটার কুলার থেকে ইলেকট্রিকের ঝটকা লাগত। তার মেরামতির জন্য যোগাযোগ করতে হয়েছিল ইলেকট্রিশিয়ানের সঙ্গেও।
ক্রাইম রিপোর্টে আরও বলা হয়েছে অভিযুক্তরা মিথ্যা কথা বলেছে দলিত নাবালিকাকে ধর্ষণ করা ও হত্যা করার মামলায়। বিশেষজ্ঞরা জানিয়েছে ক্রাইম সিনে ফের ঘটনার পুনর্নির্মাণ করা কোনও প্রমাণ পাওয়া যায়নি ওয়াটার কুলারে শর্ট সার্কিটেরও। জিজ্ঞাসাবাদের প্রথম পর্বে অভিযুক্তরা বলেছিল শর্টসার্কিটের কারণেই নাবালিকার মৃত্যু হয়েছে ।
সূত্রের খবর অনুযায়ি খুব দ্রুত চার্জশিট দিয়ে দেবে পুলিশ। সূত্র এও জানিয়েছে কাউকেই ক্লিনচিট দেওয়া হয়নি চার অভিযুক্তের মধ্যে। চারজনের বিরুদ্ধে প্রমাণ রয়েছে পলিগ্রাফ টেস্ট না করেই।তবে মূল অভিযুক্ত ভুল পথে চালিত করার চেষ্টা করেছে খোদ তদন্তকারী দলকে। মূল অভিযুক্ত রাধেশ্যাম ও শশ্মানঘাটের পূজারি এসআইটি দলকে বারবার বলেছে যে মেয়েটি তড়িদাহত হয় ওয়াটার কুলার শর্ট সার্কিট হয়ে। তদন্তে সামনে এসেছে নিয়মিত পর্নগ্রাফি দেখত অভিযুক্ত এবং মৃত মেয়েটিকে দিয়ে এমনকি মালিশও করাতো। পুলিশ এই সব তথ্য হাতে পাওয়ার পর একেবারেই খারিজ করে দিয়েছ অভিযুক্তর বাঁচার জন্য সব মিথ্যা তথ্য।