এ বছর শিলিগুড়ির অন্যতম সেরা পুজো হতে চলেছে ” জাতীয় তরুণ সংঘ ” ক্লাবের পুজো, প্যান্ডেল নির্মাণের কাজও চলছে জোরকদমে
শিলিগুড়ি : শিলিগুড়ির অন্যতম সেরা পুজো হতে চলেছে ” জাতীয় তরুণ সংঘ ” ক্লাবের পুজো। এবারে এই ক্লাবের পুজো ৫৭ তম বর্ষে পদার্পণ করলো। নিঃসন্দেহে তাই ক্লাবের সদস্যরা চাইবে ভালো পুজো দর্শকদের উপহার দিতে।সেই দিকটা মাথায় রেখে প্যান্ডেল নির্মাণের কাজও চলছে একরকম জোরকদমে। এমনকি শিল্পীরাও নাওয়া খাওয়া ভুলে প্যান্ডেল তৈরির কাজেও লেগে পড়েছে জোর তৎপরতার সাথে।
