এক আলোচনাসভা অনুষ্ঠিত হলো শিলিগুড়ি শহরকে ডেঙ্গু মুক্ত করতে
শিলিগুড়ি : শিলিগুড়ি শহরকে ডেঙ্গু মুক্ত করতে অনুষ্ঠিত হলো এক আলোচনাসভা । শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন মেয়র, সকল মেয়র পারিষদ বৃন্দ, বোরো চেয়ারম্যান বৃন্দ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক দার্জিলিং ও জলপাইগুড়ি, সুপার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ও শিলিগুড়ি জেলা হাসপাতাল, কমিশনার ও সচিব শিলিগুড়ি পুর নিগম সহ সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ
মেয়র এদিন জানান ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে দিনের পর দিন। আমাদের দরকার সাবধানতা এবং পরিসেবা দেওয়া সাধারন মানুষকে। এর জন্য আমাদের আগের থেকেই সাবধানতা অবলম্বন করতে হবে। প্রতি ওয়ার্ডের কাউন্সিলারদের নির্দেশ দিয়েছি তারা যেন নির্দেশ মত কাজ করেন। প্রতিটি ওয়ার্ডেই আমরা পর্যাপ্ত পরিমানে তেল এবং পাউডার দিয়েছি। দেখা যাক না হলে আমরা অন্য ব্যাবস্থা করব বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। তিনি বলেন সমস্ত বোরো অফিসে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি।