কোনো কাজ হয়নি সতর্ক বার্তা দেওয়ার পরেও, বুলডোজার দিয়ে সরকারি জমি হকার মুক্ত করলো কলকাতা কর্পোরেশন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘ কয়েক বছর ধরে লর্ডস মোড়ে সান্ধ্যকালীন বাজার বসত । বুলডোজার দিয়ে চোখের পলকে তা সাফ করে দিল কলকাতা কর্পোরেশন । অবশেষে সেই জায়গা থেকে উচ্ছেদ হল প্রায় ৫০ জন দোকানদার । এদিকে প্রত্যেকেরই বৈধ পরিচয়পত্র আছে বলে দাবি হকার সংগঠনের নেতৃত্বের । তারপরেও কেন এই উচ্ছেদ তা বুঝতে পারছেন না কেউই ৷

হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার ৷ যিনি এই রাজবিহারী বিধানসভার বিধায়ক ৷ তাঁর এলাকাতেই হয় এই হকার উচ্ছেদ। বেশ কিছুদিন আগে যাদবপুর থানার তরফে জানানো হয়েছিল সরে যেতে হবে দোকানদারদের । এদিকে প্রত্যেকের পরিচয়পত্র থাকার দরুন তাঁরা পাল্টা আদালতের দারস্থ হয়েছিলেন । আদালতের হস্তক্ষেপে সেই উচ্ছেদ অভিযান খানিক স্থগিত হয়েছিল । তবে এরপরও শেষ রক্ষা হল না । কলকাতা কর্পোরেশনের তরফে এদিন একাধিক ডাম্পার বুলডোজার নিয়ে হাজির হয় বিরাট বাহিনী । বিকেল থেকেই শুরু হয় উচ্ছেদ । চলে রাত পর্যন্ত । প্রায় ৫২ টিরও বেশি দোকান গুঁড়িয়ে দেওয়া হয় বুলডোজার দিয়ে ।

কর্পোরেশন সূত্রে খবর, প্রায় ৩৫ কাঠা জমি দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করছিলেন এই হকাররা । সরকারি সেই জমিতে নিজেদের প্রয়োজন মতো দোকান, কোথাও কংক্রিটের দেওয়াল, কাঠামো ইত্যাদি তৈরি করেছিলেন । আগেও একাধিকবার বলা হয়েছিল এখান থেকে সরে গিয়ে অন্যত্র দোকান করার জন্য । কিন্তু সেসবে কাজ হয়নি । বেশ কয়েকমাস আগে আগুন লেগেছিল এই এলাকায় । তখনও পুলিশ ও কর্পোরেশন যৌথভাবে ফের সতর্ক করে উঠে যেতে বলে ওই হকারদের । তাতেও টনক নড়েনি ৷ তাই বাধ্য হয়ে সরকারি জমি দখলমুক্ত করতে বুলডোজার দিয়ে উচ্ছেদ করে কর্পোরেশন ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *