ক্রমশ গভীর নিম্নচাপ এগোচ্ছে বাংলার উপকূলের দিকে, অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি এই জেলাগুলিতে
বেস্ট কলকাতা নিউজ : শনিবারই একটি নিম্নচাপ তৈরি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে। এখন তা গভীর নিম্নচাপের চেহারা নিচ্ছে আরও ঘনীভূত হয়ে। হাওয়া অফিস সূত্রে জানা গেছে নিম্নচাপের অভিমুখ রয়েছে উত্তর-পশ্চিম দিকেই। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, এই নিম্নচাপ ক্রমশ এগিয়ে আসছে বাংলা ও ওড়িশার উপকূলের দিকেই। এর জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে জারি হয়েছে আগামী ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সতর্কতাও। হাওয়া অফিস এও জানিয়েছে, বৃষ্টির তেজ কমতে পারে আগামী মঙ্গলবার থেকে। তবে আজ ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এমনকি দক্ষিণের জেলাগুলিতে সম্ভাবনা রয়েছে মুষলধারে বৃষ্টিরও। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে রয়েছে এমনকি বজ্রবিদ্যুত্ সহ ভারী বৃষ্টির পূর্বাভাসও।
মৌসুমী অক্ষরেখা সক্রিয় এ বছর শুরু থেকেই। এমনকি বঙ্গোপসাগরে নিম্নচাপও তৈরি হয়েছে বার কয়েকও। হাওয়া অফিস বলছে, নিম্নচাপ প্রবেশ করবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে চাঁদবালির কাছে ওড়িশার স্থলভাগে। এর জেরে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে। নিম্নচাপটি ক্রমশ যাবে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা ও উত্তর ছত্তীসগড়ের দিকে। আগামী ৪৮ ঘণ্টায় ঢুকবে মধ্যপ্রদেশে।