গ্রীষ্মের দহনে কলকাতার তাপমাত্রার পারদ ছুঁলো মরশুমের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তে
বেস্ট কলকাতা নিউজ : ক্রমাগত তাপের বহর দেখাচ্ছে বৈশাখ মাস । পয়লা থেকে আজ তিন তারিখ। এক ডিগ্রি করে বৃদ্ধি পেতে পেতে কলকাতার তাপমাত্রা আজ পৌঁছেছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এ । এআলিপুর আবহাওয়া দফতর থেকে এমনটাই জানানো হয়েছে । আজ থেকে বৃষ্টির হবার সম্ভাবনা রয়েছে এ রাজ্যের বেশ কয়েকটি জেলায় । বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও । এই পূর্বাভাস কতটা ফলপ্রসূ হয় সেদিকেই চেয়ে রয়েছে শহরবাসী। কলকাতার হাঁসফাঁস অবস্থা বৃদ্ধি পেয়েছে পয়লা বৈশাখ থেকেই। বুধবার সকালে শহরের সর্বোচ্চ ৩৭.৪ডিগ্রি সেলসিয়াস,স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। সর্বনিম্ন ২৫.৬ডিগ্রি সেলসিয়া যা স্বাভাবিক। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯২ শতাংশ, সর্বনিম্ন ৪৩ শতাংশ।
গত সপ্তাহে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩২.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়া যা স্বাভাবিক। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। সর্বনিম্ন ২৬.১ ডিগ্রি সেলসিয়া যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৩ শতাংশ, সর্বনিম্ন ৫৮ শতাংশ। এই আর্দ্রতা এবং তাপমাত্রার দিকে নজর রাখলে দেখা যাবে গরম বৃদ্ধির ইঙ্গিত মিলছে।