গড়িয়ার বালিয়ায় অক্সিজেন পার্লার তৈরি হল দুর্গাপুজোর বাজেট কাটছাট করে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :অক্সিজেন পার্লার তৈরি হল দুর্গাপুজার বাজেট ছেঁটে কাটছাট করে । অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে গড়িয়া বালিয়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে। এলাকার দুই চিকিৎসকও তাদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন এই কাজে।

আপাতত চারটি বেড নিয়ে এই পরিষেবা শুরু হয়েছে বালিয়া নফরচন্দ্র বালিকা বিদ্যালয়ের একটি ঘরে, পুজো উদ্যোক্তারা এমনটাই জানিয়েছেন। সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক ফিরদৌসি বেগম এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “এই অক্সিজেন পার্লার আলাদা আলাদা ভাবে দরকার প্রত্যেকটা জায়গায়৷ এটা গড়িয়ার স্টেশন এলাকায় ৷” ১ নং ওয়ার্ডের কো-অর্ডিনেটর, এই অঞ্চলের মানুষ, ক্লাব সংগঠন, সবার সাহায্যে মিলিত ভাবে এই ব্যবস্থা করা সম্ভব হয়েছে বলেই তিনি জানান ৷

এমনকিমুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, ওয়ার্ডের কাজের জন্য প্রথম ধাপে ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষিকা-সহ বাকি শিক্ষিকারা, স্কুলের অন্যান্য কর্মীরা৷ তিনি এক সঙ্গে কাজ করার আহ্বান জানান সবার পাশে থেকে৷ তৃতীয় ঢেউ আসার আগের প্রস্তুতি নিচ্ছেন এখন থেকেই, আগামী দিনে সোনারপুর উত্তর বিধানসভার এলাকায় আরও অক্সিজেন পার্লার খোলা হবে বলেও তিনি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *