মন্ত্রী ফিরহাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোভিড পরিস্থিতিতে , আদালতে সওয়াল সিঙ্ঘভির

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মন্ত্রী ফিরহাদ হাকিমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোভিড পরিস্থিতিতে। এই পরিস্থিতিতে গৃহবন্দির নির্দেশ কোন যুক্তিতে, আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি সেই প্রশ্ন তোলেন শুক্রবার আদালতের নির্দেশের পরই। আদালত চার নেতা-মন্ত্রীকে গৃহবন্দির নির্দেশ দেয় শুক্রবার নারদ মামলায় শুনানি শুরু হলে। কিন্তু অভিযুক্তদের পক্ষের আইজীবী সিঙ্ঘভি বিরোধিতা করেন তা নিয়ে। পাল্টা বিরোধিতা করেন সিবিআই আইনজীবী। আদালতে তিনি বলেন, ‘গৃহবন্দি থেকেও বাড়ি থেকে কাজ করা যাবে। কোনও বাধা থাকবে না তাতে।’

তখন বিরোধিতা করে সিঙ্ঘভি বলেন, ‘ সব কাজ বাড়ি থেকে করা যায় না এক জন মন্ত্রীর পক্ষে। কোভিড পরিস্থিতিতে বাড়িতে বসে দফতরের ফাইল ছাড়বে কী করে?’ এর পরই তিনি প্রশ্ন তোলেন, কেন এই নেতা-মন্ত্রীদের তুলনা করা হচ্ছে সাধারণ অভিযুক্তদের সঙ্গে? ফিরহাদ হাকিম শহরে কোভিড মোকাবিলার তত্ত্বাবধানের পুরোভাগে ছিলেন। সিঙ্ঘভির আরও যুক্তি, এমন পরিস্থিতিতে এঁদের বিশেষ ভাবে প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *