চরম আশংকা দুর্নীতির ! অনলাইন পুজো নিষিদ্ধ হল তারাপীঠ মন্দিরে
বেস্ট কলকাতা নিউজ : সোশ্যাল মিডিয়ায় এখন সবকিছুই। করোনা অতিমারির কারণে বছর দুয়েক তারাপীঠের মন্দির ছিল বন্ধ কৌশিকী অমাবস্যায় । ফলে এবার প্রশাসন পুণ্যার্থীদের ভিড় পাঁচ লক্ষাধিক হবে বলে মনে করছে । সেই মতো প্রস্তুতি নেওয়া হয়েছে সবরকম ভাবে । কিন্তু,মন্দির কমিটির মাথাব্যথাার কারণ হয়ে দাঁড়িয়েছে মন্দিরে একশ্রেণির অসাধু চক্র ।তারাপীঠে কৌশিকী অমাবস্যা। ফলে ইতিমধ্যেই তারাপীঠে সাজ সাজ রব উঠেছে । শেষ মুহূর্তের প্রস্তুতি দেখে নিচ্ছেন প্রশাসনের কর্তারাও । এদিকেমন্দির কমিটির অভিযোগ কৌশিকী অমাবস্যায় অতিরিক্ত আয়ের উদ্দেশ্যে একশ্রেণির অসাধুচক্র অনলাইনে পুজো করে দেওয়ার নামে পুণ্যার্থীদের সঙ্গে প্রতারণা করছে বলে ।
মন্দির কমিটি অসাধু চক্রের খপ্পর থেকে সাবধান হওয়ার জন্য ভক্তদের কাছে আবেদন করেছে । এই ব্যাপারে মন্দির কমিটির সম্পাদক ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, ‘কিছু অসাধুচক্র পুণ্যার্থীদের সঙ্গে প্রতারণা করছেন অনলাইনে পুজো দেওয়ার নামে সামাজিক মাধ্যমে প্রচার চালিয়ে। আমরা পুণ্যার্থীদের সতর্ক করছি। কেউ প্রতারণায় পা দেবেন না।তারাপীঠ মন্দিরে কোনওরকম অনলাইন পুজোর ব্যবস্থা নেই। যাঁরা দূর-দুরান্ত থেকে পুজো দিতে চান, তাঁরা মায়ের উদ্দেশ্যে পুজো দিতে পারেন নিজ নিজ সেবাইতের সঙ্গে যোগাযোগ করে।’ একই বক্তব্য মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়েরও।