দক্ষিণ আফ্রিকার স্ট্রেন ঢুকল কলকাতায়, করোনার তিন বিদেশি প্রজাতি মিলেছে বাংলায় ৮ জনের দেহে
বেস্ট কলকাতা নিউজ : চলতি বছর জানুয়ারিতেই ব্রিটেন স্ট্রেন খুঁজে পাওয়া গিয়েছিল কলকাতায় চারজনের শরীরে। এবার শহরে ফের থাবা বসাল দক্ষিণ আফ্রিকার প্রজাতিও।একজন আক্রান্ত হয়েছে দক্ষিণ আফ্রিকার মিউট্যান্ট স্ট্রেনে। স্বাস্থ্যভবন আরও জানাচ্ছে, রাজ্যে করোনার বিদেশি স্ট্রেনের হদিশ মিলেছে নতুন করে আটজনের শরীরে। যার মধ্যে পাঁচ জনই আক্রান্ত ব্রিটেন স্ট্রেনে। স্বাস্থ্যকর্তারা বলছেন, করোনার বিদেশি প্রজাতির খোঁজ পাওয়া গিয়েছে মার্চের ৮ থেকে ১৩ তারিখের মধ্যে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকা থেকে যাঁরা পশ্চিমবঙ্গে ঢুকেছিলেন তাঁদের আটজনের শরীরে।
ব্রিটেন স্ট্রেন তথা কোভিডের সুপার-স্প্রেডার বি.১.১.৭ স্ট্রেনে আক্রান্ত পাঁচ জন, যাঁদের মধ্যে দু’জন হাওড়া ও নদিয়ার, দু’জন উত্তরবঙ্গের এবং একজন জামশেদপুরের বাসিন্দা বলে জানা গেছে। আক্রান্তদের বয়স ২৫ থেকে ৪৬ বছরের মধ্যে। তাঁদের রাখা হয়েছে হোম আইসোলেশনে। তবে ব্রিটেন ফেরত জামশেদপুরের যে বাসিন্দা রাজ্যে ঢুকেছিলেন এখনও পাওয়া যায়নি তাঁর কোনো খোঁজ । এমনকি আরও তিনজন আক্রান্ত দক্ষিণ আফ্রিকার মিউট্যান্ট স্ট্রেনে। তাঁদের মধ্যে একজন কলকাতার বাসিন্দা, বাকি দু’জন হাওড়া ও নদিয়ার। আক্রান্তরা মার্চের ৮ তারিখের পরে দক্ষিণ আফ্রিকা থেকে রাজ্যে ঢুকেছিলেন বলে খবর। ২৫ থেকে ৪৪ বছরের মধ্যেও এঁদের বয়স।