নদীবাঁধ ভাঙল বাসন্তীর গ্রামে , ৩০টির বেশি ঘরবাড়ি জলে ভেসে গেল হুড়মুড়িয়ে
বেস্ট কলকাতা নিউজ : ৩০টিরও বেশি বাড়িঘর জলের তলায় হারিয়ে গেল সুন্দরবনে নদীবাঁধ ভেঙে। এখনও কোনও হতাহতের খবর নেই শুক্রবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের বাসন্তী পঞ্চায়েতের রাধাবল্লভপুর গ্রামের এই ঘটনায়। স্থানীয় সূত্রের খবর, সুন্দরবনের হোগল নদীতে জোয়ার চলছিল আজ ভোর পাঁচটা নাগাদ। সব গ্রামবাসীর তখনও ঘুম ভাঙেনি। এই অবস্থায় কেউ কিছু বুঝে ওঠার আগেই নদীবাঁধ ভেঙে গিয়ে নদীর জল গ্রাস করে ফেলে গোটা রাধাবল্লভপুর গ্রাম ! প্রত্যক্ষদর্শীরা আরও জানান, একের পর এক বাড়িঘর ভেঙে পড়তে থাকে হুড়মুড়িয়ে। ভেঙে পড়ে সব নদীর জলে ভেসে যায়। লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন আচমকা এমন বিপর্যয়ের ঘটনায়। অনেকেই আবার নদীর জোয়ারের জলে ভেসে যেতে থাকেন ঘুমন্ত অবস্থায়। স্থানীয়রা কোনও রকমে তাদের উদ্ধার করেন প্লাস্টিকের ড্রাম ফেলে।
রাধাবল্লভপুর গ্রামের এক স্থানীয় বাসিন্দা রুনু জানান, তখনও অন্ধকার ছিল, ফজরের নামাজ পড়ে তিনি আবার একটু গিয়ে শুয়েছিলেন। আচমকাই শুনতে পান বাড়ি ভেঙে পড়ার হুড়মুড় শব্দ। ঘর থেকে বেরিয়ে দেখেন নদীর জলে ভেসে যাচ্ছে ঘরবাড়ি ভেঙে! সামনে তাঁর মেয়ের বিয়ে, তার সমস্ত প্রস্তুতি করা ছিল ঘরে, সবসুদ্ধ চলে গেল নদীগর্ভে। এলাকার মানুষের বাড়িঘর-সহ প্রয়োজনীয় সমস্ত জিনিস নদীগর্ভ গ্রাস করে নিয়েছে কয়েক মুহূর্তে। এলাকাবাসীরা আপাতত কোনওক্রমে প্রাণে বেঁচে খোলা আকাশের নীচে ঠাঁই নিয়েছেন। স্থানীয়দের দাবি, ঘটনার প্রায় ঘণ্টা চারেক পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় প্রশাসনের লোকজন। কিন্তু তারা হাত লাগায়নি কোনও উদ্ধারকাজে।